রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Menu
Menu

ভারতীয় সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) অবস্থিত রামপুরে পাকিস্তানের হামলায় কমপক্ষে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার (০১ মে) বিকালের এই ঘটনায় আহত হয়েছেন আরো এক সেনা সদস্য।

এ হামলার বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া একটি বিবৃতিতে বলেন, ১ মে বিকাল ৩টা ৩০ মিনিটে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অব কন্ট্রোলের বারামুল্লা জেলার রামপুর সেক্টরে হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে উপযুক্ত জবাব দেয়া হয় বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অব কন্ট্রোলে অবস্থিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় হামলা চালায়।

জনপ্রিয়