সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। শনিবার (২৩ মে) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৭২০ জন।
গত চারদিনেই দেশটিতে ২৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫১,৭৮৪ জন।
আন্তর্জাতিক ক্ষেত্রে করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর তালিকায় ১৩তম স্থানে রয়েছে ভারত।
ধারণা করা হচ্ছে, লকডাউনের চতুর্থ পর্ব শুরু হওয়ার পর দেশটির বেশকিছু জায়গায় চলাচলে শিথিলতা আনায় করোনা আক্রান্ত বাড়ছে। সূত্র-এনডিটিভি।