আন্তর্জাতিক ডেস্ক।।
প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে আক্রান্তের সংখ্যায় এখন পর্যন্ত সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১৪৩ জনে দাঁড়ালো।
এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি ঘটেছে আরও ১৯৩ জনের। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজারের বেশি জন।
দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এদিকে দেশটিতে পঞ্চম দফায় আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আগামী ৮ জুন থেকে শপিংমল ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে শিথিল করা হয়েছে লকডাউন। সূএ-এনডিটিভি।