আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের মধ্য প্রদেশের নরসিংপুর গ্রামে একটি ট্রাক উল্টে কমপক্ষে পাঁচ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (০৯ মে) দিবাগত রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
জানা গেছে ,ওই শ্রমিকরা ভারতের হায়দ্রাবাদ থেকে মধ্য প্রদেশের উদ্দেশে যাচ্ছিলেন। লকডাউনের কারণে কাজ না থাকায় তারা একটি আমের ট্রাকের করে বাড়ির উদ্দেশে রওনা দেন। এই দুর্ঘটনার পর আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, আহতদের একজন শ্রমিকের দেহে করোনা উপসর্গ পাওয়া গেছে ।
গত শুক্রবার সকালে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলায় মালবাহী ট্রেনে কাটা পড়ে ১৬ জন শ্রমিক মারা যান। ওই শ্রমিকরাও লকডাউনের কাজ না থাকায় রেললাইন দিয়ে হেঁটে তাদের বাড়ি ফিরতে চেয়েছিলেন। তবে ক্লান্ত হয়ে শ্রমিকরা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়লে ওই দুর্ঘটনা ঘটে।