সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
ভালোবাসার স্মৃতিসৌধ
-বিচিত্র কুমার
তুমি আমার হৃদয়ে ছিলে স্মৃতির অলংকার
ভালোবেসে তোমাকেই করেছিলাম নির্মাণ,
আমার প্রেমের বাগানে আসতে তুমি মিষ্টি হাসিতে
অনুভবে খুঁজে পেতাম তোমার চুলের ঘ্রাণ।
এলোমেলো চুলগুলো দুলছিলো দক্ষিণা বাতাসে
একদিন তুমি এসে বসেছিলে আমার খুব কাছে,
চেনা চেনা লাগছিল খুব যেন তোমাকে
দেখেছি কোথাও যেন আগে বাগানে পাশে।
অবশেষে পাথর কেটে পেয়েছিলাম তোমার মনের সন্ধান
তুমি তুলেছিলে আমার হৃদয়ে অজানা প্রেমের তুফান,
দুচোখের ছন্দময় প্রেমের রোমান্টিক কবিতার মতো
একাকী নীরবে শুধু তোমাকেই চায়তো পাগল মন।
পঞ্চভূতো দেহ দিয়েছিলাম তোমার কাছে জলাঞ্জলি
কোমল মনের কুসুম জানে শুদ্ধ প্রেমের ব্যাকুল খানি,
প্রেমের কব্যে যদি তোমাকে পড়তে পারতাম তাহলে হয়তো
তোমাকে বুঝাতে পারতাম কতটা ভালোবেসেছিলাম স্রোতস্বিনী।
যুগান্তরের ঘুর্ণিপাকে আজ তুমি নেই আমার বুকে
কিন্তু সামনে রয়েছে আমার দূরন্ত চিকিমিকি রৌদ্র,
একদিন তোমাকে ভালোবেসে প্রেমের তাজমহল গড়তে চেয়েছিলাম
আজকে সেটাই চোখের অশ্রুতে রূপ নিয়েছে ভালোবাসার স্মৃতিসৌধ।