আন্তর্জাতিক ডেস্ক।।
করোনার চিকিৎসায় ভ্যান্টিলেটর খুব গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। এর মাধ্যমে গুরুতর অবস্থায় থাকা করোনা রোগীরা কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। সম্প্রতি দেখা গেছে, পরিবারের অসতর্কতা দুর্ভাগ্যজনকভাবে ভ্যান্টিলেটরে থাকা রোগীর মৃত্যুর কারণ হয়ে দাড়িয়েছে।
গরমে একটু আরাম পেতে দেখতে আসা করোনা রোগীর ভ্যান্টিলেটরের সংযোগ খুলে এসির সংযোগ লাগিয়েছিলো পরিবারের সদস্যরা। এতে করে গুরুতর অবস্থায় থাকা ওই করোনা রোগীর মৃত্যু হয়।
ভারতীয় সংবাদ-মাধ্যম ইন্ডিয়া টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ জুন) ভারতের রাজস্থানে এই ঘটনা ঘটেছে। ভারতের রাজস্থানে এমবিএস হাসপাতালের আইসিইউতে ছিলেন ওই রোগী। গত সোমবার রাতে ওই রোগীকে তার কিছু আত্মীয় দেখতে আসেন। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর ওই আত্মীয়দের গরম লাগা শুরু করে। গরমে অসহ্য হয়ে পরে তারা ভ্যান্টিলেটরের সংযোগ খুলে এসির সংযোগ দেন। পরে ওই ভ্যান্টিলেটরের ব্যাটারি শেষ হয়ে গেলে ওই রোগীর অবস্থা দ্রুতই খারাপ হতে থাকে। এক পর্যায়ে ওই রোগী মারা যান।
রোগীর পরিবার যখন রোগীর অবস্থার অবনতি লক্ষ্য করে, তারা সিপিআর করানো ডাক্তারদের জানিয়েছিল ততোক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিলো।
এই ঘটনার পর ওই রোগীর স্বজনরা উল্টো হাসপাতাল কর্তৃপক্ষকে হেনস্তা করেছে বলেও অভিযোগ উঠেছে।