বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

মঠবাড়িয়ায় ঢাকা থেকে আসা ১৫ যাত্রী কোয়ারেন্টাইনে, গাড়ী চালকের অর্থদন্ড

Facebook
Twitter

মঠবাড়িয়া প্রতিনিধি।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমন রোধে লকডাউন ভেঙ্গে ঢাকা থেকে যাত্রী বহন করে মঠবাড়িয়ায় আসায় চালকসহ মাইক্রোবাস এবং ১৫ যাত্রী আটক করে কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে। মহামারি প্রতিরোধ আইনে মাইক্রো চালককে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার সড়ক পথে প্রবেশদ্বার ঝাউতলা বাজারে নির্বাহী ম্যজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড দেন। আটকৃত যাত্রীদের মধ্যে ৫জন পুরুষ, ৬জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। যাত্রীরা ঢাকা থেকে মাইক্রো গাড়িতে উপজেলার তুষখালী গ্রামের বাড়িতে ফিরছিলেন।

জানাগেছে, শনিবার উপজেলা পরিষদে সভায় ঈদ-উল ফিতর পর্যন্ত শপিংমলসহ সব ধরনের দোকান বন্ধ এবং লকডাউন কঠোর করার সিদ্ধান্তের পর প্রশাসন এলাকায় বাহিরের মানুষ আসা রোধে মাঠে নামে। রবিবার রাতে মাইক্রোচালক লিটন মিয়া ঢাকা থেকে মাইক্রো গাড়িতে ১৫জন যাত্রী তুলে মঠবাড়িয়ায় রওয়ানা দেয়।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনা(ভূমি) রিপন বিশ্বাস এর নেতৃত্বে একদল পুলিশ ঝাউতলা নামক স্থানে ঢাকা থেকে আসা ১৫ যাত্রীসহ মাইক্রোবাসটি আটক করে। চালকসহ যাত্রীদের উপজেলার ২নং বড় মাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে আসা ১৫ যাত্রীকে র্নিধারিত কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। গাড়ি চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জনপ্রিয়