শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন

Facebook
Twitter

মো: মনির আকন, মঠবাড়িয়া।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পিরাজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনের পর মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিযাজ উদ্দিন আহম্মেদ উপজেলা পরিষদ এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, বন কর্মকর্তা মো. ফকর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০ হাজার ৩২৫টি বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হবে। গাছ সংরক্ষনের জন্য উদ্যোগ নেয়া হবে। উপজেলা বন বিভাগ এ কর্মসূচির সার্বিক সহযোগিতা করছে।

জনপ্রিয়