বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

মতলব উত্তরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Facebook
Twitter

মো. নাঈম মিয়াজী, মতলব।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই মতলব উত্তর উপজেলায় স্বাস্থ্য নির্দেশিকা মেনে বনজ, ফলদ ও ওষুধি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে একই দিনে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বন কর্মকর্তা কামরুর হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, এখলাছপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, গজরা ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. ছানা উল্লাহ মোল্লা, মোহনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হাওলাদার, ফরাজীকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করীম, সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শাহজাহান সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব’সহ আরো অনেকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আকতার হোসেন খান।

জনপ্রিয়