রূপালী বার্তা।।
মনপুরা উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই শিশু খাদ্য বিতরন করা হয়।
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ৪ টি ইউনিয়নের হতদরিদ্র ১২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশু খাদ্য বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।
উপকূলের এই দূর্গম অঞ্চলের শিশুরা জন্মের পর থেকে পুষ্টিহীনতায় ভোগে। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর দেওয়া ১২০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শিশু খাদ্যগুলো হলো মশারী ডাল, সাগু, চিনি, গুড়ো দুধ, লবন ও তৈল।