শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০
ধর্ম ও জীবন।।
নামাজের জামাতে ইমাম প্রথম রাকাতের রুকু আদায় করে ফেলার পর কেউ অংশগ্রহণ করলে তাকে মাসবুক বলা হয়। মাসবুক ব্যক্তি ইমামের নামাজ শেষ হওয়ার পর অর্থাৎ সালাম ফেরানোর পর বাকি নামাজ আদায় করে।
নামাজে ইমামের সাথে কোনো রাকাতের রুকু আদায় করতে পারলে ওই রাকাত আদায় হয়েছে বলে ধর্তব্য হয়। যেমন কেউ প্রথম রাকাতের রুকু পেলে সে ইমামের সাথেই সালাম ফেরাবে, কিন্তু প্রথম রুকুর পর প্রথম রাকাতের অন্যান্য অংশ যেমন কাওমা বা সিজদায় শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর তাকে ওই রাকাতটি আদায় করতে হবে।
এ কারণে অনেকে ধারণা করেন ইমাম রুকু করে ফেলার মসজিদে উপস্থিত হলে ইমামের দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর জন্য অপেক্ষা করতে হবে, ইমামকে সিজদায় পেলেও সিজদা আদায় করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মসজিদে উপস্থিত হয়ে ইমামকে সিজদায় পেলে তখনই ইমামের সাথে সিজদায় শরিক হয়ে যাওয়া উচিত। হাদিসে এসেছে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ.
তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায়, সে অবস্থায়ই যেন ইমামের সাথে শরিক হয়ে যায়। (সুনানে তিরমিজি: ৫৯১)
আরেকটি হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
وَإِذَا وَجَدْتُّمُ الْإِمَامَ قَائِمًا فَقُومُوا، أَوْ قَاعِدًا فَاقْعُدُوا، أَوْ رَاكِعًا فَارْكَعُوا، أَوْ سَاجِدًا فَاسْجُدُوا، أَوْ جَالِسًا فَاجْلِسُوا.
যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে শরিক হয়ে যাবে। বসা অবস্থায় পেলে বসাতে শরিক হয়ে যাবে। রুকুতে পেলে রুকুতে শরিক হয়ে যাবে। সিজদায় পেলে সিজদায় শরিক হয়ে যাবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৩৩৭৩)
শুধু সিজদায় অংশগ্রহণের মাধ্যমে ওই রাকাত আদায় না হলেও সিজদার জন্য আল্লাহর কাছে সওয়াব অবশ্যই পাওয়া যাবে।