Menu
Menu

মহাকাশে যেভাবে হবে টম ক্রুজের সিনেমার শুটিং

Share on facebook
Share on google
Share on twitter

বিনোদন ডেস্ক।।

তিনি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক। নিজেই বিপজ্জনক সব স্টান্ট করেন। এবার এক ‘অসম্ভব’কে সম্ভব করার উদ্যোগ নিয়েছেন টম ক্রুজ। এমন একটি সিনেমার পরিকল্পনা করেছেন, যার বেশ কয়েকটি দৃশ্যের শ্যুটিং হতে চলেছে মহাকাশে!

না, কোনো স্টুডিওতে মহাকাশ সাজিয়ে শুটিং নয়। অন্তরীক্ষেই হবে শুটিং। আর সেটি সম্ভব হলে, ফিচার সিনেমার ইতিহাসে এটিই হবে প্রথম মহাকাশে শুট করা ছবি।

নতুন এই প্রকল্পের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র সঙ্গে একদফা আলোচনা হয়ে গিয়েছে টম ক্রুজের। আলোচনা হয়েছে বেসরকারি মহাকাশ সংস্থা এলন মাস্কের ‘স্পেস এক্স’-এর সঙ্গেও।

ভবিষ্যতে একাধিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে ‘স্পেস এক্স’-এর। তারই একটিতে টিম নিয়ে মহাকাশে শুটিংয়ে যেতে পারেন টম।

হলিউড তারকার এক মুখপাত্র জানাচ্ছেন, গোটা বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোন স্টুডিও এই প্রকল্পে কাজ করবে এখনো ঠিক হয়নি। তবে টম এই ছবির জন্য মানসিকভাবে প্রস্তুত।

নাসার অ্যাডমিনেস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন জানিয়েছেন, ছবিটি অন্তরীক্ষে শুটিং করা হবে। ট্যুইট করে সেকথা ঘোষণা করেছে নাসা। স্পেসএক্স-এ কাজ করবেন টম।

সর্বশেষ