সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

‘মহামারি কাটিয়ে আমরা উন্নত ঢাকা গড়বো’

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নেয়ার পরপরই পুরো দমে কাজ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। প্রথম দিনেই দুর্নীতিবাজ দুই শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করে আলোচনায় আসেন তিনি। সোমবার ( ১৮ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ডে আট হাজার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মেয়র বলেন, সামনে ঈদ। আমরা করোনা ভাইরাস মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো।

ভিডিও কনফারেন্সে তিনি এলাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে সচেতন থাকবেন।

মেয়র তাপস আরও বলেন, মহামারির মধ্যেও যেন জীবন যাপন করতে পারেন, সেবা পান, ত্রাণ পান, সেজন্য কাজ করে যাচ্ছি। এই মহামারি কাটিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো।

জনপ্রিয়