বিনোদন ডেস্ক।।
মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের অন্যতম সেরা গানের একটি ‘হিল দ্য ওয়ার্ল্ড’। বিশ্বের বিভিন্ন দেশের অনেক শিল্পীই গানটি কভার করেছেন। এবার করলেন বাংলাদেশের পপ গায়িকা তিশমা।
গানটির ভিডিওতে তিশমাকে গিটার বাজিয়ে গানটি গাইতে দেখা যাচ্ছে। সারা বিশ্বের করোনা আক্রান্ত মানুষ এবং তাদের রক্ষা করার জন্য যারা কাজ করছেন তাদের উৎসর্গ করেই গানটি গেয়েছেন বলে জানিয়েছে তিশমা।
গানটির প্রসঙ্গে তিশমা বলেন, ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের গান শুনতাম। হঠাৎ মনে হলো বর্তমান সময়ের সঙ্গে এই গানটির কভার খুব ভালো যায়। সেই জায়গা থেকে গানটি কাভার করা। আশা করছি ভক্ত শ্রোতাদের ভালো লাগবে।
তিশমা আরো জানান, গেল ২৯ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানটির ভিডিও প্রকাশ করেছেন তিনি।