আরিফুর রহমান, মাদারীপুর।।
মাদারীপুরের রাজৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইলিয়াস শেখ (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার লতিফ শেখের ছেলে এবং টেকেরহাট বন্দরে থান কাপড়ের ব্যবসা করতেন।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ জুন জর ও শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন ব্যবসায়ী ইলিয়াস শেখ। করোনার উপসর্গ থাকায় ওই ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই মেডিকেল কলেজের করোনা রোগীদের জন্য নির্ধানিত স্থানে তাকে ভর্তি রাখা হয়। এরপর গতকাল ১৫ জুন তার করোনা শনাক্ত হয়। তার শরীরিক অবস্থা অবনতি হলে তাকে রাখা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইউনিটে। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান। এ ব্যবসায়ীকে নিয়ে মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আটজন। এখন পর্যন্ত করোনায় জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৭৬ জন।
করোনায় মারা যাওয়া ইলিয়াস শেখের ভায়রা ভাই শাখাওয়াত মোস্তফা বলেন, ৩ দিন পূর্বে ইলিয়াস জর ও শাসকষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনায় পজিটিভ হওয়ার পরে তার অবস্থা খারাপ হতে থাকে। মঙ্গলবার সকালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। তাঁর লাশ দেশের বাড়িতে আনা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়।’
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈরের এক ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন আমরা শুনেছি। তবে, তার কোন তথ্য আমাদের কাছে নেই। কারণ তিনি অসুস্থ্য হওয়ার পরে আমাদের কাছে আসেনি। তিনি ভর্তি হন এবং ফরিদপুরে নমুনা দেন। আর ফরিদপুরের মারা যান।