আরিফুর রহমান, মাদারীপুর।।
মাদারীপুরে অসহায় মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক মিনিটের সম্প্রীতির বাজারের আয়োজন করা হয়েছে। বুধবার (১০ জুন) সকালে রাজৈরের কেজেএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজারের আয়োজন করা হয়। নিরাপদ দুরুত্ব বজায় রেখে অসহায় ও হতদরিদ্র ৫শ’ পরিবারকে দেয়া হয় ত্রাণ সহায়তা। এরমধ্যে হিজড়া, বেদে সম্প্রদায়, মালীসহ সমাজের বিভিন্ন স্তরের অসহায় পরিবার রয়েছে। ত্রাণ সহায়তার প্যাকেটে চাল, ডাল, আলু, সাবানসহ বিভিন্ন ধরনের সবজি দেয়া হয়।
করোনার করানে দীর্ঘদিন কাজে যেতে না পারা সমাজের নিন্ম আয়ের মানুষকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এক মিনিটের বাজার আয়োজন করা হবে বলে জানায় সেনা কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল আশরাফুল আলম খান, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সিসহ অনেকেই উপস্থিত ছিলেন।