শাহাদাত হোসেন জুয়েল, মাদারীপুর।।
করোনা ভাইরাসের প্রভাবে দুঃস্থ ও অসহায় ১৫০ টি পরিবারের মধ্যে রোববার (১০ মে) দুপুরে মাদারীপুর জেলা কারাগারের ৮৫ জন কর্মকর্তা ও কর্মচারীদের এক মাসের মৌলিক রেশন ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ টি করে সাবান বিতরণ করা হয়। দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা কারাগারের জেল সুপার মোঃ শহিদুল ইসলাম ও জেলার শংকর কুমার মজুমদার।
এ সময় কারাগারের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ শহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অনেক অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ সব অসহায় মানুষকে সহযোগিতার জন্য জেলা কারাগারের প্রায় ৮৫ জন কর্মকর্তা ও কর্মচারীদের এক মাসের মৌলিক রেশন ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।