রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

মাদারীপুরে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৯

Facebook
Twitter

আরিফুর রহমান, মাদারীপুর।।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১১, রাজৈর ৯, কালকিনি ৬ এবং শিবচর ৩ জন। সুস্থ হয়েছেন ৪ জন। এ নিয়ে মোট সুস্থ্য ১২৮ জন। মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৯৭ জন। এছাড়া গত শনিবার রাতে শহরের পানিছত্র এলাকায় করেনা উপসর্গ নিয়ে মারা যাওয়া লতিফ হাওলাদার নামের এক ব্যক্তির বৃহস্পতিবার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর ফলে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৯৭ জন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ তথ্যা নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. রিয়াজ মাহমুদ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১১৮টি রিপোর্ট প্রাপ্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৪৩৭৭টি এবং রিপোর্ট প্রাপ্ত হয়েছে ৩৮৯৯টি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন। মৃত্যুবরণ করেছেন ৮ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়া প্রক্রিয়াধীন। জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৯৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৬৫ জন, শিবচর উপজেলায় ৭৫ জন, রাজৈর উপজেলায় ১৫৬ জন এবং কালকিনি উপজেলায় ১০১ জন।

জনপ্রিয়