আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন সরকারের চীন বিরোধী পদেক্ষেপের প্রতিবাদ জানাতে বেইজিং-এ নিযুক্ত মার্কন রাষ্ট্রদূতকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রদূত টেরি ব্র্যান্ডস্টাডকে তলব করে মার্কিন কংগ্রেসে পাস হওয়া হংকং অটোনমি অ্যাক্ট-এর প্রতিবাদ জানানো হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের বিশেষ মর্যাদা বাতিল করে হংকং অটোনমি অ্যাক্টে-এ সই করার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীন। ওই আইনের অধীনে চীনা বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং জানিয়ে দিয়েছেন চীন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।মন্ত্রী বলেন, চীনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে।
ব্র্যান্ডস্টাডকে ঝেং আরো জানান, চীনর শিনজিয়াং ও তিব্বত অঞ্চল এবং দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে ‘খারাপ আচরণ’ করেছে। এসব বিষয়ে এর চেয়ে বেশি হস্তক্ষেপ করার ব্যাপারে চীনা মন্ত্রী ওয়াশিংটনকে সতর্ক করে দেন। সূত্র-সাউথ চাইয়া মর্নিং পোস্ট।