স্পোর্টস ডেস্ক।।
ইন্টার মিলানের তরুণ স্ট্রাইকার লওতারো মার্টিনেজের দিকে দীর্ঘদিন চোখ রাখছে বার্সেলোনা। আর্জেন্টাইন স্ট্রাইকারও বার্সেলোনায় আসতে চান। কিন্তু তার জন্য ইন্টারের চাওয়া পূরণ করতে হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। ইন্টারের চাহিদা মতো দিতে হবে ১১১ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ।
করোনাকালে বার্সার জন্য কাজটা কঠিন হয়ে পড়েছে। তবে তারা হাল ছেড়ে দেয়নি। এরই মধ্যে অর্থ জোগাড় করতে শুরু করে দিয়েছে কাতালান ক্লাবটি। তবে লওতারো মার্টিনেজকে কেনার লড়াইয়ে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি নেমে পড়েছে বলে খবর। তারা মৌসুম শেষ হলে ইন্টারের চাহিদা মতো রিলিজ ক্লজও দিতে রাজি।
বার্সেলোনা যেমন সুয়ারেজের ইনজুরি এবং তার বয়স হয়ে যাওয়ার কারণে বিকল্প স্ট্রাইকার খুঁজছে। ম্যানচেস্টার সিটিও তাই। আগুয়েরোর বয়স হয়েছে। তাছাড়া একটার পর একটা ইনজুরি তার লেগেই আছে। চলতি মৌসুম শেষে আগুয়েরো সিটি ছাড়তে পারেন বলেও গুঞ্জন।
পেপের দলে ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস আছেন। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মার্টিনেজের মতো কাউকে গার্দিওয়ালা রাখতে চান। ২২ বছর বসয়ী এই স্ট্রাইকার চলতি মৌসুমে ১৬ গোল করে নজর কেড়েছেন তারও।
বার্সেলোনার সঙ্গে পাল্লায় ম্যানচেস্টার সিটির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো। তিনি মার্টিনেজকে পরবর্তী আগুয়েরো মনে করছেন, ‘লওতারো নতুন আগুয়েরো হয়ে উঠতে পারে। সে ড্রিবলিংয়ে অতো ভালো নয়। তবে আগুয়েরোর চেয়ে ভালো দলীয় ফুটবলার। এছাড়া লওতারো সেন্ট্রাল ফরোয়ার্ড কিংবা বিকল্প স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। তার মানসিকতা আমার খুব পছন্দ।’