রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

মায়ের রুমে থাকা ফ্রিজারে মিলল ১০ বছরের পুরোনো মরদেহ

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
নিউইয়র্কের ম্যানহাটনের হ্যামিলটন হাইটসের অ্যাপার্টমেন্টে কিছুদিন আগে এক বৃদ্ধা মারা যান। ওই বৃদ্ধার ছেলে অন্য রাজ্যে থাকেন। মারা যাওয়ার পর তার রুম থেকে প্রায় ১০ বছরের পুরনো মরদেহ উদ্ধার করা হয়েছে।

মায়ের মৃত্যুর পর ছেলে ম্যানহাটন এসে রুম খালি করার কাজ করছিলেন। এ সময় বাসার ভেতর ডাকটেপ দিয়ে শক্ত করে বাঁধা একটা ফ্রিজার খুলে ভেতরে প্লাস্টিকে মোড়া একটি মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশের ধারণা করছে ফ্রিজারবন্দী মরদেহটি অন্তত ১০ বছরের পুরনো। অনেক বছর হওয়ায় মরদেহটি পুরুষ না নারীর তা নির্ধারণ করা যাচ্ছে না। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিউইয়র্ক পুলিশ এ নিয়ে তদন্ত করছে।

অ্যাপার্টমেন্টের তত্ত্বাবধায়ক আসমির বাসিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মারা যাওয়া অ্যাপার্টমেন্টের বাসিন্দা ওই নারী দীর্ঘদিন থেকে এখানে বাস করতেন। তিনি বেশ মিশুক প্রকৃতির ছিলেন। তবে কখনো তার রুমে কাউকে প্রবেশ করতে দিতেন না।

জনপ্রিয়