বিনোদন ডেস্ক।।
করোনায় থমকে আছে সব কাজ। যার ফলে নেই শুটিং। ভরসা কেবল জমে থাকা কাজ কিংবা পুরনো নির্মাণ। জানা গেছে, আসন্ন ঈদে প্রচারিত হবে বেশ কিছু পুরনো নাটক।
এবার বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী জানালো, বিশ্ব মা দিবসেও (১০ মে) তারা পুরনো নাটক প্রচার করবে। দেখানো হবে গত বছরের আলোচিত নির্মাণ ‘ওগো মা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান ও ইরেশ যাকের।
তারা জানায়, ‘মাগো মা ওগো মা, তুমি না হলে আমার জন্ম হতো না’ শিরোনামের গানটি ক্লোজআপ তারকা রাজীবের কণ্ঠে মুক্তি পেয়েছিল। যার ভিডিও দারুণ সাড়া ফেলে। এ গানের গীতিকার হলেন বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সে গানের সাফল্যে নির্মিত হয়েছে মা দিবসের নাটক ‘ওগো মা’।
নাটকের গল্পও লিখেছেন টিপু আলম মিলন নিজে। এটি পরিচালনায় আছেন সীমান্ত সজল।
পরিচালক বলেন, ‘নাটকটি গত বছর তৈরি হয়েছিল। সেবার মা দিবসের জন্য এটি নির্মাণ করি। তবে নানা কারণে তা প্রচার হয়নি। এবার সেটা হচ্ছে।’
নাটকে আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, শিরিন আলম, সাজু আহমেদ, মুশফিক শুভ ও শিশু শিল্পী মোহাম্মদ।
১০ মে রাত ১১টায় এটি বৈশাখী টিভিতে প্রচার হবে।