বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

মিঠাপুকুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
রংপুরের মিঠাপুকুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের আঘাতে আহত পিয়ারী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। শনিবার উপজেলার ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর পূর্বপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি ওছিয়তনামার জমি নিয়ে ওই এলাকার সিরাজুল ইসলামের সঙ্গে প্রবিবেশী আনোয়ারুল ইসলামের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে থানায় একাধিক মামলাও চলছে। এরই জের ধরে গত শনিবার সিরাজুল ইসলামের বসতভিটার একটি গাছ কাটতে যায় আনোয়ারুল, তার ছেলে সাগর ও স্ত্রী শাহিনুরসহ বেশ কয়েকজন। এতে বাধা দেয় সিরাজুল ও তার স্ত্রী পিয়ারী বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় আনোয়ারুল ও তার লোকজন বাঁশের খুটি দিয়ে পিয়ারী বেগমের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে তিনি মারা যান। নিহত পেয়ারী বেগম দুই মেয়ে ও দুই ছেলে সন্তানের জননী।

নিহত গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম বলেন, আমার বতসভিটার গাছ কাটতে এসে যারা আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করলো। আমি তাদের বিচার চাই।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসাপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে নিহতের স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

জনপ্রিয়