সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

মিথ্যা না বলার অঙ্গীকার ট্রাম্পের নতুন প্রেস সচিবের

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
হোয়াইট হাউজে নতুন প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন কায়লেই ম্যাকেনানি। গত মাসে তিনি নিয়োগ পেলেও শুক্রবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন কায়লেই ম্যাকেনানি।

তিনি সাংবাকিদের কাছে অঙ্গীকার করেন যে তিনি কখনো মিথ্যা কথা বলবেন না। গত এক বছরের বেশি সময় পর হোয়াইট হাউজের প্রেস সচিবের প্রথম সংবাদ সম্মেলন এটি।

২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা হাতে পাওয়ার পর কায়লেই ম্যাকেনানি চতুর্থ প্রেস সেক্রেটারি। এর আগে প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা শ্যন স্পাইসার ও সারাহ স্যান্ডার্সের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ ছিল। -আলজাজিরা

জনপ্রিয়