মেহেদি হাসান মুবিন,মির্জাগঞ্জ।।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪২ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার (১২ মে)বিকাল ৫ টায় কলেজ জামে মসজিদের সামনে বেসরকারি আর্থিক সহায়তা কারী সংস্থা আশা এনজিও এর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন।
এ সময় এখানে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হাবিবুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে ১০কেজি চাল,২কেজি আলু, ২কেজি ডাল, ১কেজি তৈল ও ১ কেজি লবন।