শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক ২

Facebook
Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে চোরাই মালামালসহ হাফেজ মোঃ খালিদ(৪৮) ও তার ছেলে( ১৩) কে আটক করেছে থানা পুলিশ। খালিদ শরিয়াতপুরের ধানশ্বি গ্রামের নয়ন শরীফের ছেলে। ররিবার (১৪ জুন) দুপুরে উপজেলার থানা সংলগ্ন কপালভেরা এলাকার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করে।

জানা যায়, কিছুদিন আগে কপালভেড়া এলাকার মোঃ সালাম নামে একজনের ঘর চুরি হয়। আজ সালামের বাসার লোকজন খালিদের বাসায় যায়। যাওয়ার পরে দেখে তার ঘর থেকে চুরি হওয়া মালামাল খালিদের ঘরে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে মির্জাগঞ্জ থানার এসআই মোঃ মকবুল তাদের আটক করে থানা নিয়ে আসে। এসময় তল্লাশি করে তার ঘর থেকে চুরি হওয়া বেন্দি, মইসহ চারটি জাল, ২টি মোবাইল ও চাল, ডালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ছেলেটি অপ্রাপ্ত বয়স্ক। আর বাকে জিজ্ঞেসেবাদের জন্য থানায় ডাকা হয়েছে।

জনপ্রিয়