মির্জাগঞ্জ প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্বিতীয় এক যুবকের করনা ভাইরাসে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার(২১ মে) রাতে পটুয়াখালী সিভিল সার্জন এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা।
তিনি জানান, গত সোমবার (১৮ মে) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে ওই যুবকের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। ওই যুবককে বাসায় সম্পূর্ণ আলাদা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন খবর পেয়ে ওই বাড়ির ৫টি ঘর লকডাউন দেওয়া হয়েছে।
উল্লেখও, আক্রান্ত ঐ ব্যক্তি কিছুদিন আগে ঢাকা থেকে তার নিজ গ্রাম কাকড়াবুনিয়া আসেন।