বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

মির্জাগঞ্জে লকডাউন কার্যকর নিশ্চিতে তৎপর পুলিশ

Facebook
Twitter

মেহেদি হাসান মুবিন,মির্জাগঞ্জ।।

পটুয়াখালীর মির্জাগঞ্জে লকডাউন কার্যকর ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে চেকপোস্ট, জনসচেতনতা মূলক প্রচারনা ও মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে।

শুক্রবার (০৮ মে) উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে যাতে জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যান না চলে এবং পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার যাত্রী বহন করতে না পারে সে জন্য সুবিদখালী কলেজ রোড বাসস্ট্যান্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

এছাড়া, বিনা কারণে কেউ যেন রাস্তায় চলাফেরা না করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, দেশের করোনা পরিস্থিতির এই ক্রান্তিলগ্নে শুরু থেকেই মির্জাগঞ্জ থানা পুলিশ বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মির্জাগঞ্জ উপজেলাকে লকডাউন কার্যকর ও মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পুলিশ সব সময় তৎপর রয়েছে।

জনপ্রিয়