আন্তর্জাতিক ডেস্ক।।
মিয়ানমারে বিভিন্ন সময়ে আটক হওয়া ২২ জন স্বাধীনতাকামীকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এসব স্বাধীনতাকামীরা ভারতের মনিপুর ও আসাম রাজ্যের ওয়ান্টেড তালিকায় রয়েছে। শুক্রবার (১৫ মে) বিশেষ বিমানে করে তাদের ভারতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
ভারত -মিয়ানমার সীমান্তের ১৬০০ কিলোমিটার জুড়ে অবস্থান নিয়ে স্বাধীনতার দাবিতে ভারতের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী। গত বছরের ফেব্রুয়ারি ও মার্চে এসব গোষ্ঠীর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এসব অভিযানে আটক হয় সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর বেশ কয়েক জন শীর্ষ নেতা।
শুক্রবার ভারতের কাছে হস্তান্তর করা স্বাধীনতাকামীদের মধ্যে রয়েছেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এনডিএফবি)-এর রাজেন দায়মারি, মণিপুরের ইউনাইটেড ন্যাশনাল লিবারেল ফ্রন্ট (ইউএনএলএফ)-এর ক্যাপ্টেন সানাতোম্বা নিংথোজাম এবং পিপলস রেভোলিউশনারি পার্টি অব কাংলেইপাক (প্রিপক)-এর লেফটেন্যান্ট পশুরাম লাইসরাম।
ভারতের জাতীয় নিরাপত্তা সঙ্গে জড়িত এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘মিয়ানমার এই প্রথম ভারতের আবেদনে সাড়া দিয়ে উত্তর-পূর্বের এই জঙ্গিদের প্রত্যর্পণ করেছে।’ এই ঘটনায় দুই দেশের প্রতিরক্ষা এবং গোয়েন্দাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরালো হওয়ার ইঙ্গিত পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি