মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুল ও
বরিশাল জেলা কমিটির সদস্য শান্তি রঞ্জন দাসের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৬ জুন) শনিবার বিকাল ৩ টায় উপজেলা ওয়ার্কার্স পার্টি উদ্দ্যোগে শোকসভায় করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোতালেব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শোকসভার শুরুতেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুল ও বরিশাল জেলা কমিটির সদস্য শান্তি দাসের স্মরনে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়েছে।
শোক সভায় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ওয়ার্কার্স পাটি সদস্য সবুজ মাতুব্বর, ফারুক আকন, জাকির মাল, কাঞ্চন রারী, মহসিন সরদার, নান্নু প্যাদা, খোকন বেপারী, শান্তি রঞ্জন দাস, সুলতান শেখ, চম্পা পারুল, রাজ্জাক হাওলাদার, সহিদ মাতুব্বর সহ ওয়ার্কার্স পার্টির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শোকসভা পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির সদস্য সিরাজুল হক সেন্টু। শোকসভায় সভাপতি বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা সকলেই ঘরবন্ধী, তাই সকলেই সরকারের নিয়ম মেনে চলব, সামাজিক দুরুত্ব বজায় রেখে, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুল ও বরিশাল জেলা কমিটির সদস্য শান্তি রঞ্জন দাসের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটি সকলেই গভীর সমবেদনা প্রকাশ করেছেন।