সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

মুলাদীতে কোভিট-১৯ ভাইরাসে আক্রান্ত ২

Facebook
Twitter

ভূঁইয়া কামাল, মুলাদী||
বরিশালের মুলাদী উপজেলায় কোভিট-১৯ ভাইরাজে আক্রান্ত হয়েছে নতুন করে ২জন। মুলাদী হাসপাতাল সংলগ্ন বাসা মাউলতলা মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ মামুন (৪৮) ও কিছু দিন আগে করোনায় আক্রান্ত স্বাস্থ্য সহকারী রেকসনা’র কন্যা মেঘলা (১৭) কোভিট-১৯ ভাইরাজে আক্রান্ত হয়েছে।

আ্ক্রান্ত ব্যাক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭-৫-২০২০ ইং তারিখে করোনা পরীক্ষার জন্য মুলাদী হাসপাতালে নমুনা দেয়া হলে আজ ২ই জুন তাদের করনো পজেটিভের খবর নিশ্চিত করেন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান।

জনপ্রিয়