বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৮:৩৬ অপরাহ্ন
১৪ মাঘ, ১৪২৭
ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী পৌরসদরে ৫ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় চাইল্ড কেয়ার স্কুলে ২৭০ জন ছাত্র/ছাত্রীর ভর্তির মাধ্যমে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হিজলা উপজিলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড কেয়ার স্কুলের চেয়ারম্যান খাদিজা আক্তার রিতা।
প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যতবেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত। ভালো শিক্ষার জন্য চাই আধুনিক মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামী ও আধুনিক মান সম্পন্ন শিক্ষার মাধ্যমেই শিক্ষার আলো ছড়িয়ে দিবেন সকল শিক্ষার্থীদের মাঝে। তিনি আরো বলেন, ইসলামি শিক্ষার প্রসার, চর্চা ও গুনগতমান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
স্কুলের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির এর পরিচালনায় বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুলাদী শাখার ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, মুলাদী পৌর সভার বিএনপির যুগ্ম সম্পাদক কাজী কামাল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন প্রমুখ।