ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত কাসেম সরদারের ছেলে আঃ রহিম সরদার (৬০) চাউলের গ্যাস টেবলেট খেয়ে মৃত্য বরণ করেন।
জানা যায়, রহিম সরদার দীর্ঘ দিন ধরে নানা রোগসহ মাথার ব্যাথায় ভূগিতেছিল। তার রোগের চিকিৎসার জন্য ডাক্তার দেখানো হয়েছে। পুনরায় ডাক্তার দেখানোর জন্য স্ত্রী লাইজু বেগমকে বললে স্ত্রী বলেন সারা দেশে লক ডাউন চলছে আমি কিভাবে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রচণ্ডভাবে মাথায় ব্যাথা উঠলে সহ্যকরতে না পেরে বাড়িতে থাকা চাউলের গ্যাস টেবলেট খেয়ে অসুস্থ হয়ে মাটিতে গড়াগড়ি করে। স্ত্রী স্বামীর এ অবস্থা দেখে ডাক চিৎসকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, দীর্ঘ দিন অসুস্থ থাকায় চাউলের গ্যাস টেবলেট খেয়ে মৃত্যু হওয়ায় পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমূত্যু মামলা দায়ের করা হবে।