শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

মুলাদীতে জেলের নৌকা ও জাল পোড়ানোর মামলায় অলিল আকন আটক

Facebook
Twitter

মুলাদী প্রতিনিধি॥
বরিশালের মুলাদীতে জেলের নৌকা ও জাল পোড়ানোর মামলায় অলিল আকনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) বেলা ১১টার সময় মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে সফিপুর ইউনিয়নের চরসফিপুর এলাকা থেকে অলিল আকনকে আটক করে। অলিল আকন চরসফিপুর গ্রামের ফজলু আকনের পুত্র।

পুলিশ জানায়, গত ১৬ মে রাতে উপজেলার চরসফিপুর এলাকার রশিদ তালুকদারের পুত্র বাদশা তালুকদারের মাছ ধরার কোনা জাল ও নৌকাটি কে বা কাহারা পুড়িয়ে দেয়। ওই ঘটনা বাদশা তালুকদার বাদী হয়ে ২৮ মে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে পুলিশ তদন্ত সাপেক্ষে জাল ও নৌকা পোড়ানোর সাথে জড়িত থাকার সন্দেহে অলিল আকনকে আটক করে।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান জিজ্ঞাসাবাদের জন্য অলিল আকনকে আটক করা হয়েছে।

জনপ্রিয়