মুলাদী প্রতিনিধি।।
করোনা ভাইরাস আসার পর থেকে মুলাদীতে জাতীয় পার্টি সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র নিদের্শে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি আব্দুল মালেক সিকদার। আজ ৫ মে মঙ্গলবার সকাল ১০ টা থেকে নিজ এলাকা গাছুয়া ইউনিয়নের ১, ২, ও ৩ নং ওয়ার্ডে অসহায় ঘরবন্ধী মানুষের মাঝে তার ব্যক্তিগত তহবিল হতেও চাল, ডাল, চিড়া, ছোলা বুট বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার আরিফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক কুতুব চৌকিদার, জাতীয় পাটি গাছুয়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর মাতুব্বর, সাধারণ সম্পাদক ছোবাহান মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবসংহতির সাধারন সম্পাদক হালিম হাওলাদার, ছাত্রসমাজের সভাপতি বাবু মাতুব্বর প্রমুখ। এসময় আব্দুল মালেক সিকদার অষ্ট্রোলিয়া অবস্থান করায় তার ছেলে জুলেয় সিকদার এ ত্রান বিতরন করেছেন।