রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

মুলাদীতে নিখোঁজ মানসিক রোগী শাহানুরের খোজে দিশেহারা পরিবার

Facebook
Twitter

মুলাদী পতিনিধি।।
মুলাদী পৌর শহরের নিখোজ মানসিক রোগী শাহানুরের খোজে দিশে হারা পরিবার। মুলাদী পৌরসভার ২নং ওয়াডের সেলিম হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম গত ২৩ মে বেলা আনুমানিক ২টার দিকে হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যায়।

রবিবার (২৪ মে) সেলিম হাওলাদার মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বতমানে ঐ পরিবারের সবাই তাকে খুজে মরিয়া হয়ে উঠছে। তাকে খুজে পেতে প্রশাসন সহ সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন। মানসিক রোগী শাহানুরের খোজ পেলে এই নাম্বারে (০১৭৯১৪০৬৮২০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

জনপ্রিয়