ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদীতে বৃহস্পতিবার (০৪ জুন) পানিতে পরে উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ চরমালিয়া গ্রামের হাবিব খানের পুত্র ইসমাইল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনের ন্যায় শিশু ইসমাইল বাড়ির সামনে খেলতে ছিল। দুপুর বেলা না পেয়ে খোঁজা-খুঁজির এক পর্যায়ে ইসমাইলের মা বাড়ির সামনে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দীন মৃধা জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করে দেয়।