মুলাদী প্রতিনিধি।।
বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের আসমোতালি হাওলাদারের পুত্র মান্নান হাওলাদার (৫৫) বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
জানাযায়, আবদুল মান্নান হাওলাদার বুধবার (২৭ মে) সকাল ৮টায় গরু চড়াতে মাঠে গেলে আকাশে কালো মেঘের সৃষ্টি হয়। হটাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। পরক্ষণে মান্নান হাওলাদারের শরীর ঝলসে যায় ও ঘটনাস্থানেই মৃত্যু বরণ করেণ।