ভূঁইয়া কামাল মুলাদী, প্রতিনিধি (বরিশাল)।।
বরিশালের মুলাদী প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ হল রুমে ১৬ এপ্রিল সকাল ১০টায় মাই টিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
মুলাদী উপজেলা মাই টিভির প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিবের আয়োজনে অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ তানজিলুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, মুলাদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্যাদা, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি কে,এম মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া, মুলাদী প্রেস ক্লাবের সদস্য আরিফুর রহমান তারেক ও সাংবাদিক রফিকুল ইসলাম তালুকদার ও সাংবাদিক ওভিসহ সুধিজন।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ রফিকুল ইসলাম।