ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদীতে রাতের আধারে মোবাইল ফোনে যুবককে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের আমানতগঞ্জ বাজার এলাকায় আলতাফ হোসেন দফাদারের ছেলে বিদেশ ফেরত ইমরান হোসেন (২৫)কে জবাই করে হত্যা করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪জনকে আটক করেছে। নিহতের স্বজনরা জানান কয়েক মাস আগে ইমরান কাতার থেকে দেশে আসে এবং করোনা পরিস্থিতির কারণে আটকে পড়ে। বুধবার রাত ১১টার দিকে খাওয়ার পরে সে ঘুমাতে গেলে মোবাইল ফোনে একটি কল আসে। ওই সময় ইমরান মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে যায়। রাত ১২টার দিকে ইমরান ঘরে না ফিরলে তার পিতা-মাতা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে তাদের সন্দেহ হয়। রাতেই তারা খুজতে বের হয়ে ইমরানকে না পেয়ে হতাশ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন আমানতগঞ্জ বাজারের কাছে জনৈক মিলন প্যাদার বাড়ির দক্ষিণ পার্শ্বে বিলের মধ্যে ইমরানের গলাকাটা লাশ দেখতে পেয়ে তার স্বজনরা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, মুলাদী থানা সার্কেল এএসপি আনিসুজ্জামান, মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধাসহ থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে ইমরানের লাশ উদ্ধার করে।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উত্তর বালিয়াতলী গ্রামের মালেক বেপারীর পুত্র আরিফ, মজনু মীরের পুত্র সজিব, আলম খলিফার পুত্র সোহেল খলিফা এবং আলাউদ্দিন সরদারের কলেজ পড়ুয়া মেয়ে আফরোজাকে আটক করে।
মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান হত্যার রহস্য উদ্ঘাটন করতে জিজ্ঞাসাবাদ চলছে। পূর্বশত্রুতা কিংবা প্রেম ঘটিত কারনে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।