মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে সামাজিক নিরাপত্তা বজায় রেখে, জেলেদের মধ্যে চাউল বিতরন করেন ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহসীন উদ্দিন খান। আজ (০৪ মে) সোমবার বেলা ১০ টায় চরকালেখান ইউনিয়ন পরিষদের সামনে ২২৭ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরন করেন।
সরকারী চালের বস্তা না খুলে ৩জন জেলেকে একসাখে ত্রানের ৩০ কেজি ওজনের ৪টি বস্তা করে বিতরন করেছেন। এতে প্রত্যেক জেলে ৪০ কেজি করে চাল পেয়েছে বলেন জানান জেলেরা।
চাল বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মজিবুর রহমান, সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন।
এসময় ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহসীন উদ্দীন খান বলেন করোনা একটি মরন ব্যাধী মহামারী এ থেকে আমাদের সকলকে বাচতে হবে, রমজান মাসে আপনারা কেউ নদীতে যাবেন না। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন।