ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদীতে ২০২০ সালে কৃষকের নিকট থেকে সরকারী ভাবে ধান ক্রয়ের শুভ উদ্ভোধন সোমবার (০৮ জুন) মুলাদী উপজেলা খাদ্য গুদামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামসুদ্দোহা তালুকদার, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন, মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় কাজিরচর ইউনিয়নের ব্লক ম্যানেজার আবু তালেব মোল্লার নিকট থেকে ধান ক্রয় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করার জন্য উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ধান ক্রয়ের স্বচ্ছতার জন্যই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, এ বছর মুলাদী উপজেলায় ১৬০ মেঃটন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।