ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশাল জেলার মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ড পাইতিখোলা মূল সড়ক থেকে পাইতিখোলা খেয়াঘাট পর্যন্ত RCC রাস্তার শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র মোঃ শফিকউজ্জামান রুবেল।
এ সময় তিনি সবাইকে করোনাভাইরাস সম্পর্কিত সরকারি নির্দেশনা মেনে চলা, ঘরে থাকুন সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং সবাইকে সকল সময় সচেতন থাকতে বলেন।
উদ্ভোধন সময় উপস্থিত ছিলেন অনলাইন রূপালী বার্তা সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান খান শিপু, উপজেলা আওয়ামীলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, পৌরসভা ইন্জিনিয়ার সুপ্তজিৎ সমদার, যুবলীগ নেতা শাহে আলম হাওলাদার হাজী মিঠু, কাজী মোঃ কামাল হোসেন, বাবুল চৌকিদার, কাজী জসিম, রিয়াজ আমিন, অপু হাওলাদার, বাবু সিকদার, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিরাজ হাওলাদার ও ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মুজিবুর রহমান সরদার প্রমুখ।