সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে আলিমাবাদ গ্রামের মৃত শামসু খানের বড় ছেলে দেলোয়ার হোসেন ঢাকা হাজারিবাগ ভাড়া বাসায় করোনা সংক্রমিত হন। অসুস্থ হওয়ার পর চিকিৎসা দেয়ার জন্য গত ২৬ এপ্রিল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন। হাসপাতালের ডাক্তার রক্তের নমুনা রেখে বিদায় করে দেয়।
গত ২৭ এপ্রিল নিজ বাড়িতে স্বাভাবিকভাবে দাফন সম্পূর্ণ করে। গত ৩০ এপ্রিল দেলোয়ার হোসেনের করোনা পজেটিভ এলাকার চেয়ারম্যান জানতে পেরে মাইকিংসহ প্রচার প্রচারনার মাধ্যমে সর্বস্তরের জনগণকে অবহিত করেন। গত ১লা মে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এলাকার চেয়ারম্যান ও নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে দেলোয়ার হোসন খানের বাড়ীসহ ৭টি বাড়ি ও প্রায় ৮টি পরিবার লকডাউন ঘোষণা করেন।