বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৯:৫৩ অপরাহ্ন
১৪ মাঘ, ১৪২৭
ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির ব্যবস্থা লটারির মাধ্যমে করা হয়েছে। ১১ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে সকলের সম্মুখে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির ব্যবস্থা হয়েছে।
বিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা ১৮০জন। ফরম বিক্রি ২৮২টি। ফরম জমা পড়েছে ২৭৩টি। তার মধ্যে মুক্তিযোদ্ধাদের কোটায় রয়েছে ৭টি ও পোষ্য কোটায় রয়েছে ২টি। বাকিগুলো লটারির মাধ্যমে টানা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মুলাদী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক শ্রী নিবাস মারিক, অভিভাবক হাবিবুর রহমান বাপুন, ছাত্র/ছাত্রীসহ সাংবাদিকবৃন্দ।