স্পোর্টস ডেস্ক।।
তামিম ইকবালের লাইভ আড্ডা মানেই হাস্যরসে ভরপুর কিছু মজার সময়। শনিবার (২৩ মে) রাতে দেশসেরা ওপেনারের লাইভ আড্ডায় অতিথি হিসেবে ছিলেন জাতীয় দলের তিন সতীর্থ মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে মুশফিকের পছন্দের রঙ নিয়ে বেশ মজা করেন সতীর্থরা।
সাধারণত মেয়েরাই গোলাপি রঙ পছন্দ করে। তাই নিজের পছন্দের রঙটি প্রকাশ করতে লজ্জা পান মুশফিক। তবে লাইভ আড্ডায় তার ভায়রা ভাই রিয়াদই এই প্রসঙ্গ তুলে এনে বলেন, ‘মুশিরে আমি একটা প্রশ্ন করি। হোয়াইট পিংক কিভাবে প্রিয় রঙ হয়?’
তিনি যোগ করেন, ‘আমার পিংকে সমস্যা নাই। কিন্তু ওকে যখনই জিজ্ঞেস করা হয় তুই তো পিংক পছন্দ করিস তখনই সে বলে পিংক পছন্দ করে না। আমরা তো জানি কিন্তু এটা স্বীকার করিস না কেন?’
উত্তরে মুশফিক বলেন, ‘আসলে ব্রেস্ট ক্যান্সারের জন্য তো গোলাপি রঙকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তাই।’ তবে তার এই উত্তরে অবশ্য সমর্থন করেননি সতীর্থরা। মাশরাফী মজা করে বলেন, ‘ওর শ্বাশুড়ি তো আগেই বলছে উনি মেয়েকে বিয়ে দিয়ে সুন্দর একটা বৌমাকে নিয়ে আসছে।’ এমন কথায় হাসি আটকাতে পারেননি কেউই।