মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Menu
Menu

মৃত্যুর খবরে খোঁজ মিললো ৪৫ বছর ধরে নিখোঁজ নায়িকার

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।
১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিঘাংসা’। এতো পুরনো সিনেমার কথা এখন অনেকেরই জানা নেই। কিন্তু সেই ছবির একটি জনপ্রিয় গান ছিলো ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন’। আর এই ছবিতে অভিনয় করেছিলেন জবা চৌধুরী।

সেই সময় তুমুল ব্যবসা করে ছবিটি। কিন্তু সেইযে শুরু আর সেখানেই শেষ। এরপরে আর জবা চৌধুরীর কোন খোঁজ নেই। ‘জিঘাংসা’ ছবির প্রযোজককে বিয়ে করে সিনেমা জগত থেকে একেবারে বিদায় নেন জবা। পুরদস্তুর গৃহিণী হয়ে অন্তরালে চলে যান। স্বামী মারা যাওয়ার পর ১৯৯৩ সালে দিনাজপুরের রানীর বন্দরে নিজ গ্রামের বাড়িতে চলে যান।

রোববার ভোরে রানী বন্দরে নিজ বাড়িতেই জবা চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জনপ্রিয় পরিচালক ছটকু আহমেদ।

ছটকু আহমেদ জানান, জবা চৌধুরীর নামটি সিনেমায় দেয়া। তার নাম মূলত জোবায়দা খাতুন। দিনাজপুরের রানীর বন্দর এলাকার গছাহার গ্রামে নাট্যশিল্পী আফান উদ্দিনের ঘরে জন্ম তার। সে সূত্রে যাত্রাপালা ও বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি।

জনপ্রিয়