মৃত্যুর মিছিল
চারদিকে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল,
মৃত্যুর মিছিল ক্রমান্বয়ে দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর।
বাকরুদ্ধ, নিশ্চুপ, নিস্তব্ধ আজ পুরো পৃথিবী,
মৃত্যু আজ ক্ষুধার্ত রাক্ষসের মতো ক্ষিপ্র।
পূর্ণোদ্দমে চলছে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী।
এক এক করে খসে পরছে সব মানবিকতার দম্ভ,
সমগ্র বিশ্ব আজ লাশের নগরী, মৃত্যুপুরী।
পৃথিবী জুড়ে হাহাকার,
কিসের অহঙ্কার কিসের বাহাদুরি?
মৃত্যুর মিছিলে জাতি আজ নির্বাক।
এগিয়ে যাচ্ছে মানুষ ধীরে ধীরে অন্তিম ঠিকানায়,
এতো প্রাচুর্য, এতো সম্পদ তবুও আজ মানুষ অসহায়।
সকল দাপট পালাবে, বেরোবে প্যাকেট মোড়া লাশ,
কাঁদবে স্বজন প্রিয়জন হারা বেদনায়।
শূন্য মায়ের বুক, শূন্য ঘর,
মনুষ্য কুল আজ করোনার পদতল।
এ বিধাতার অভিশাপ নয়, এ যে মনুষ্য সৃষ্ট কর্মফল।
মৃত্যুর মিছিলে শহর, নগর, রাজপথ বিস্তীর্ন ভূমি,
এ যুদ্ধ পৃথিবীর সাথে পৃথিবীকে করতে বিরানভূমি।
এই মহামারী তার ভয়ংকর হাতে পৃথিবীর বুকে
রক্তিম রেখা আঁকতে চায়,
তার কড়াল থাবায় মানব চিহ্ন যেন পৃথিবী হতে মুছে যায়।
মাহফুজা রিনা
১৬/৭/২০২০