স্পোর্টস ডেস্ক।।
মহামারি করোনাভাইরাসের কারণে মাঠে নেই ফুটবল। তবে মাঠে ফুটবল ফেরাতে চেষ্টা করছে বিভিন্ন দেশ ও লিগ কতৃপক্ষ। আর তাই শুরু হচ্ছে প্রতিযোগিতা। কে হচ্ছেন চ্যাম্পিয়ন লিগ বিজয়ী? বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ ম্যানেজার কিংবদন্তি জিনেদিন জিদানের দিকে তাকিয়ে ফুটবল ভক্তরা। তবে মেসি থাকলে বার্সেলোনা ফের চ্যাম্পিয়ন্স লিগ জিতবে মনে করেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
তিনি বলেছেন, মেসি থাকলে বার্সেলোনা একাধিক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। ‘ফুটবল কঠিন খেলা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার জন্য দক্ষতা প্রয়োজন’।
পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে বার্সেলোনার স্বপ্নের দলের দুই কারিগর ছিলেন মেসি ও ইনিয়েস্তা। আর্জেন্টিনা অধিনায়ক এখনো বার্সার প্রধান অস্ত্র। ইনিয়েস্তা খেলছেন জাপানের ভিসের কোবে-তে।
বার্সেলোনার জয়ের পথে যে কাঁটা ছড়িয়ে দিতে তৈরি রিয়াল মাদ্রিদ, তা বুঝিয়ে দিয়েছেন জ়িদান। লা লিগা টেবিলে এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে দু’পয়েন্ট পিছিয়ে রিয়াল।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে মেসিরা। সমসংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।
জিদান বলেছেন, ‘আমাদের তৈরি হতে হবে দুর্দান্ত ভাবে মৌসুম শেষ করার জন্য। রিয়ালের ধাঁতের মধ্যেই রয়েছে জয়ের জন্য ঝাঁপানো।
তিনি যোগ করেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। এই সপ্তাহটা দারুণ গুরুত্বপূর্ণ। আমাদের সব বিভাগেই শক্তিশালী হতে হবে’।