স্পোর্টস ডেস্ক।।
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগা। সে লক্ষ্যে এরই মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। যদিও লা লিগার ৮ খেলোয়াড়ের এরই মধ্যে করোনা সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে।
তবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। ফলে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই অনুশীলন করছে কাতালান ক্লাবটি। কিন্তু এতে করে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না।
তবে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসির ভাবনা অবশ্য ভিন্ন। তার মতে, যেহেতু সবকিছু এখন ধীরে ধীরে শুরু করতেই হবে, তাই করোনা নিয়ে বেশি না ভেবে, সব নিয়মকানুন মানার দিকেই জোর দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
শুক্রবার স্প্যানিশ দৈনিক মুন্ডো ডেপোর্টিভোকে মেসি বলেছেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তো সবখানেই রয়েছে। আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, তখনই সেখানে ঝুঁকি দেখা যায়। তাই আমার মতে, করোনার ব্যাপারে বেশি ভাবা উচিৎ নয়। কারণ যদি সব ভাবনা করোনার দিকে থাকে, তাহলে আপনি কোথাও যেতে পারবেন না।’
তিনি আরও যোগ করেন, ‘তবে হ্যাঁ, আমাদের এটা বুঝতে হবে যে, যাই করি না কেন, নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়া যায়। অনুশীলনে ফেরাটা আমাদের প্রথম ধাপ। তবে এতে বেশি নির্ভার হয়ে গেলে চলবে না। আমাদের সবধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।’
মেসি ব্যক্তিগতভাবে মুখিয়ে রয়েছেন মাঠে ফেরার জন্য। শূন্য গ্যালারিতে খেলতেও কোন সমস্যা নেই তার, ‘ব্যক্তিগতভাবে আমি লা লিগা শুরুর অপেক্ষায় রয়েছি। আমরা জানি পুরো বিষয়টা অদ্ভুত হবে, গ্যালারিতে কোন মানুষ থাকবে না। তবে আমি এর সঙ্গে পরিচিত, কারণ আগেও এমন খেলেছি।’
লিগের বাকি ১১ ম্যাচই রুদ্ধদ্বার অবস্থায়। এ কারণে সব খেলোয়াড়দের পরিবার ছেড়ে আসতে হবে কোয়ারেন্টাইনে। এই ভাবনায় সায় নেই মেসির, ‘তবে (খেলোয়াড়দের) একত্রে কোয়ারেন্টাইন টাকার ব্যাপারে আমি বলবো যে, আমরা কেউই পরিবারকে ছেড়ে আলাদা থাকতে পছন্দ করব না। তবু অপেক্ষা করছি, চূড়ান্ত পরিকল্পনা কী হয়ে দেখার জন্য।’